
ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপের শিরোপা জিতে নিল ইন্টার মায়ামি। ফলে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেল দলটি।
লিগস কাপের ফাইনালে ন্যাশভিলে এফসির মুখোমুখি হয় লিওনেল মেসির ইন্টার মায়ামি। আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ন্যাশভিলের জিওডিস পার্ক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে দু’দল মুখোমুখি হয়।
পুরো আসরে দেখানো দুর্দান্ত ফর্ম ফাইনালেও টেনে নিয়ে এসেছেন মেসি। সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানান তিনি, এরপর বাঁ-পায়ের সেই চিরচেনা শট। ডি-বক্সের কোনা থেকে নেওয়া শটটি ন্যাশভিলে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
ম্যাচের ২৪ মিনিটেই ডি বক্সের বাইরে দারুণ এক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ম্যাচ চলে যায় ট্রাইব্রেকারে।
টাইব্রেকারে দলের প্রথম শটটি নিয়ে গোল করেন মেসি। নির্ধারিত ৫টি করে শটে দুই দলের গোল হয় ৪টি করে। এরপর ম্যারাথন পেনাল্টি শুটআউট।
ম্যারাথন পেনাল্টি শুটআউটে দুই দল ১০টি করে শট নেয়। কিন্তু তখন ৯-৯ এ সমতা। এরপর শট নিতে আসেন গোলরক্ষকেরা। দারুণ শটে গোল করেন ইন্টার মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। তাপর প্রতিপক্ষ গোলরক্ষকের শট ঠেকিয়ে দলকে শিরোপাও এনে দেন তিনি।
সে সঙ্গে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়ে এই প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি। লিওনেল মেসি যোগ দেওয়ার পর এই ক্লাবটি যে বদলে গেল, এই চ্যাম্পিয়নশিপই তার প্রমাণ।