
চঞ্চল চৌধুরী পুরোদস্তুর অভিনেতা আর জেফারের দুনিয়া ছিলো গান নিয়ে। দুইজন ছিলেন দুই মেরুর বাসিন্দা। তবে এবার তাদের দেখা যাবে একসঙ্গে জুটি হিসেবে। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন চঞ্চল চৌধুরী ও জেফার।
চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ১২ সিনেমার একটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমায় দেখা যাবে জেফারকে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কি কি ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। মনোগামীতে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি। ব্যাচেলর ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনো রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনো সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘ফারুকী ভাইয়ের সাথে আমার ২০০৫ থেকে কাজের শুরু, এখন ২০২৩। আমার ক্যরিয়ারের টার্নিংপয়েন্ট ছিল সেই কাজটি। আর এবার মনোগামী সিনেমার গল্পটাই একদম আলাদা। সিনেমায় কিছু মনস্তাত্ত্বিক দিক আছে জা দর্শককে ভাবাবে। আর এখানে আমার চরিত্রের লুক, গেট-আপ একদম ভিন্ন থাকবে এখানে।’ এদিকে কাজের অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন, ‘একজন সঙ্গীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু মনোগামী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একজন অভিনেতা হিসাবে পর্দায় আসবো। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং একই সাথে ভীষণ রোমাঞ্চকর।’