
চাইলেই কাউকে আর ব্লক করে দেয়া যাবে না এক্সে। জনপ্রিয় এই ফিচারটি বাতিল করে দিচ্ছেন এক্সের মালিক ইলন মাস্ক। ফলে কোনো ব্যবহারকারীকে আপনার ভালো না লাগে কিংবা আপনি যদি চান যে নির্দিষ্ট কেউ আপনার পোস্ট আর দেখতে পারবে না, সে সুযোগ আর থাকছে না।
গত বছরের শেষদিকে এসে এক্স কিনে নেন ইলন মাস্ক। সে সময় এর নাম ছিল টুইটার। নাম পরিবর্তন ছাড়াও এই প্ল্যাটফরমের বহু পরিবর্তন ঘটিয়েছেন তিনি। যুক্ত করেছেন নতুন বহু ফিচার আবার বাতিলও করেছেন অনেক ফিচার। এবার ইলন মাস্ক জানালেন, এই মাইক্রো ব্লগিং সাইট থেকে ‘ব্লক’ অপশনটি সরিয়ে ফেলা হবে। শুধুমাত্র মেসেজ করার ক্ষেত্রে এই ব্লক অপশন রাখা হয়েছে।
মাস্কের ধারণা, ব্লক ফিচারের খুব বেশি প্রয়োজন নেই। এক্সে এতদিন যে কেউ কোনো অ্যাকাউন্টের পোস্ট দেখতে না চাইলে সেই অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দূরে রাখতে পারতেন। তবে এই ব্লক অপশনটি সরিয়ে দিলে পুরনো ভেরিফিকেশন প্রক্রিয়াতেও বদল আসবে।