ট্রাকচাপায় নিহত ২ দিনমজুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাকচাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।

আজ সোমবার (২১ আগস্ট) সকালে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সকালে মেহেরপুরের গাংনি থেকে মাছভর্তি একটি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপর দিকে ৭জন দিনমজুর ইজিবাইকে করে শিবপুর গ্রাম থেকে গাংনির দিকে পাটকাটার কাজ করতে যাচ্ছিলেন। হঠাৎ ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ সব আরোহী নিহত হন। পরবর্তীতে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।

এছাড়াও আহত অবস্থায় ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা গেছে, পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাকচাপায় নিহত ২ দিনমজুর

আপডেট সময় : ০৬:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাকচাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ানের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই এলাকার মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।

আজ সোমবার (২১ আগস্ট) সকালে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে ফুটবল মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুল হাসান বলেন, সকালে মেহেরপুরের গাংনি থেকে মাছভর্তি একটি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপর দিকে ৭জন দিনমজুর ইজিবাইকে করে শিবপুর গ্রাম থেকে গাংনির দিকে পাটকাটার কাজ করতে যাচ্ছিলেন। হঠাৎ ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ সব আরোহী নিহত হন। পরবর্তীতে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।

এছাড়াও আহত অবস্থায় ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জানা গেছে, পুলিশ ট্রাকটিকে আটক করেছে।