মোনালিসার ভ্রু নেই কেন?

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সর্বাধিক আলোচিত চিত্রকর্ম ‘মোনালিসা’র অনেকগুলো রহস্যের একটি হচ্ছে তার হাসি রহস্য। সে কি আসলেই হাসছে? নাকি বিষণ্ণ? মোনালিসা হাসছে নাকি কাঁদছে এটি সঠিক বোঝা যায় না, কারণ, একটু ভালভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, মোনালিসার ভ্রু নেই। তবে কি দ্য ভিঞ্চি মোনালিসার ভ্রু আঁকতে ভুলে গিয়েছিলেন? ভিঞ্চির মতো এত দক্ষ আঁকিয়ে এই ভুল করবেন, এটা নিশ্চয়ই এত সহজে মানা যায় না।

তাহলে? মোনালিসার ভ্রু নেই কেন? গত কয়েকশ বছর ধরে এই প্রশ্নগুলো চিত্রশিল্পী ও ইতিহাসবিদদের ভাবিয়েছে। ২০০৭ সালে এই মোনালিসার ভ্রু রহস্যের ইতি ঘটে।

তবে এটা সত্য যে, পুরোপুরি নিশ্চিতভাবে জানা সম্ভব না মোনালিসার ভ্রুর আসল রহস্য কী। বলা হয়ে থাকে যে, মোনালিসা আঁকতে তিন বছর সময় লাগলেও ভিঞ্চি এক দশকেরও বেশি সময় ধরে মোনালিসা সাথে রেখেছিলেন। গুজব আছে, তিনি মৃত্যু পর্যন্ত মোনালিসা নিয়ে কাজ করেছেন। তিনি নাকি কখনোই ছবিটি আঁকা শেষ করেননি কারণ, ভ্রু, চোখের পাতা এগুলো কখনোই ঠিকঠাক পাচ্ছিলেন না, পছন্দ হচ্ছিল না তার। আবার এ-ও হতে পারে, গত ৫০০ বছরে কোনো পরিবর্তন ঘটেছে ছবিটির। এটা সবসময়ই রহস্য হয়ে থাকবে; কারণ ভিঞ্চিই বলেছিলেন, “শিল্প কখনো শেষ হয় না, শুধু বর্জিত হয়।”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনালিসার ভ্রু নেই কেন?

আপডেট সময় : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং সর্বাধিক আলোচিত চিত্রকর্ম ‘মোনালিসা’র অনেকগুলো রহস্যের একটি হচ্ছে তার হাসি রহস্য। সে কি আসলেই হাসছে? নাকি বিষণ্ণ? মোনালিসা হাসছে নাকি কাঁদছে এটি সঠিক বোঝা যায় না, কারণ, একটু ভালভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, মোনালিসার ভ্রু নেই। তবে কি দ্য ভিঞ্চি মোনালিসার ভ্রু আঁকতে ভুলে গিয়েছিলেন? ভিঞ্চির মতো এত দক্ষ আঁকিয়ে এই ভুল করবেন, এটা নিশ্চয়ই এত সহজে মানা যায় না।

তাহলে? মোনালিসার ভ্রু নেই কেন? গত কয়েকশ বছর ধরে এই প্রশ্নগুলো চিত্রশিল্পী ও ইতিহাসবিদদের ভাবিয়েছে। ২০০৭ সালে এই মোনালিসার ভ্রু রহস্যের ইতি ঘটে।

তবে এটা সত্য যে, পুরোপুরি নিশ্চিতভাবে জানা সম্ভব না মোনালিসার ভ্রুর আসল রহস্য কী। বলা হয়ে থাকে যে, মোনালিসা আঁকতে তিন বছর সময় লাগলেও ভিঞ্চি এক দশকেরও বেশি সময় ধরে মোনালিসা সাথে রেখেছিলেন। গুজব আছে, তিনি মৃত্যু পর্যন্ত মোনালিসা নিয়ে কাজ করেছেন। তিনি নাকি কখনোই ছবিটি আঁকা শেষ করেননি কারণ, ভ্রু, চোখের পাতা এগুলো কখনোই ঠিকঠাক পাচ্ছিলেন না, পছন্দ হচ্ছিল না তার। আবার এ-ও হতে পারে, গত ৫০০ বছরে কোনো পরিবর্তন ঘটেছে ছবিটির। এটা সবসময়ই রহস্য হয়ে থাকবে; কারণ ভিঞ্চিই বলেছিলেন, “শিল্প কখনো শেষ হয় না, শুধু বর্জিত হয়।”