
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় অংশ নেন দলীয় সভাপতি শেখ হাসিনা এবং আহতদের সঙ্গে কথা বলেন।তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পরে যোগ দেন আলোচনা সভায়।
আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। আওয়ামী লীগ কখনো হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করেনা। ষড়যন্ত্রের শিকার হয়। পরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।