
আজ সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগের দাবি করা হয়।
প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘আইনজীবীরা রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। আইনজীবীদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ হবে, এটাও স্বাভাবিক। যখন কোনো আইনজীবী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে শপথ বাক্য পাঠ করবেন, তখন তিনি আগে কোন দলের রাজনীতি করেছেন, সব ভুলে যাবেন। এটাই হলো আইনের বিধান, সংবিধানের বিধান।’ বিচারপতিরা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লে দেশে আইনের শাসন থাকে না বলে মন্তব্য করেছেন জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন জানান, ‘এখন যে আইনজীবীরা আন্দোলন করছেন, তাঁরা চান বিচারব্যবস্থা যেন আগের অবস্থায় ফিরে যায়। যেসব বিচারপতি শপথ করে আজ বিচারকার্য পরিচালনা করছেন, তাঁরা যেন শপথ ভঙ্গ না করেন।’ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেছেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘বিচারপতি হওয়ার আগে রাজনীতি করেছেন। এখন যদি আবার ইচ্ছা হয়, রাজনীতির মাঠে চলে আসুন। শপথ ভঙ্গ করবেন না।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, ‘বিচারপতিদের যাঁরা শপথবদ্ধ রাজনীতিবিদ দাবি করছেন, তাঁদের পদত্যাগ করতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা দিয়ে বিচার করলে সেই বিচার হবে প্রহসনের বিচার। বিচারের নামে হবে অবিচার।’