শাবনূর-কনকচাঁপা একসাথে ‘দুই দেহে এক প্রাণ’

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় সংগীত-অভিনয় জুটি কনকচাঁপা ও শাবনূর। কাজের সুবাদে একসময় নিয়মিত দেখা হতো তাদের। কিন্তু সময়ের সাথে সাথে কর্মবিরতিতে দেখা সাক্ষাৎ নেই বহু বছর।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন কনকচাঁপা। সেই সুবাদে শাবনূরের বাসায় অতিথি হয়েছেন, আড্ডা দিয়েছেন প্রাণ খুলে। আনন্দঘন সেই মুহূর্তের কিছু অংশ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন শাবনূর।

গতকাল রোববার (২০ আগস্ট) মধ্যরাতে কনকচাঁপা তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। যেখানে শাবনূরের সঙ্গে সাক্ষাতের সেই আনন্দঘন মুহূর্ত ধরা পড়ে। শাবনূর বলেন, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছরে পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়া এসে অবশেষে দেখা হয়ে গেল।’

কনকচাঁপা জানালেন, ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া হয়। কিন্তু দেখা গেছে, আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম, তখন শাবনূর বাংলাদেশে। তো এবার অবশেষে সিনক্রোনাইজ হয়েই গেল। শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের ক্যারিয়ারে ৩৫টা বছর শাবনূরের সঙ্গে কাজ করেছি। আমাদের দুজনকে বলা যায়, দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। এর ক্রেডিট অবশ্য আমি শাবনূরকেই দিতে চাই।’

দুইজনের ছবি ফেসবুকে পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘দুই দেহে এক প্রাণ’।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাবনূর-কনকচাঁপা একসাথে ‘দুই দেহে এক প্রাণ’

আপডেট সময় : ০৪:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় সংগীত-অভিনয় জুটি কনকচাঁপা ও শাবনূর। কাজের সুবাদে একসময় নিয়মিত দেখা হতো তাদের। কিন্তু সময়ের সাথে সাথে কর্মবিরতিতে দেখা সাক্ষাৎ নেই বহু বছর।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন কনকচাঁপা। সেই সুবাদে শাবনূরের বাসায় অতিথি হয়েছেন, আড্ডা দিয়েছেন প্রাণ খুলে। আনন্দঘন সেই মুহূর্তের কিছু অংশ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন শাবনূর।

গতকাল রোববার (২০ আগস্ট) মধ্যরাতে কনকচাঁপা তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। যেখানে শাবনূরের সঙ্গে সাক্ষাতের সেই আনন্দঘন মুহূর্ত ধরা পড়ে। শাবনূর বলেন, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছরে পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়া এসে অবশেষে দেখা হয়ে গেল।’

কনকচাঁপা জানালেন, ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া হয়। কিন্তু দেখা গেছে, আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম, তখন শাবনূর বাংলাদেশে। তো এবার অবশেষে সিনক্রোনাইজ হয়েই গেল। শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের ক্যারিয়ারে ৩৫টা বছর শাবনূরের সঙ্গে কাজ করেছি। আমাদের দুজনকে বলা যায়, দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। এর ক্রেডিট অবশ্য আমি শাবনূরকেই দিতে চাই।’

দুইজনের ছবি ফেসবুকে পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, ‘দুই দেহে এক প্রাণ’।