
দুই বছর আগে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। এর মাঝে শুধুমাত্র ‘ফোন ভূত’ সিনেমায় দেখা দেন। দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় দেখা মেলেনি ক্যাটের। তবে চলতি বছর ‘টাইগার ৩’ ছবির মাধ্যমে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। তারই প্রস্তুতি চলছে তুঙ্গে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে, একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে একটি গানে নাচ করছেন ক্যাট। ‘টাইগার ৩’ ছবিতে ‘মাশাআল্লাহ্ ২.০’ গানের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন অভিনেত্রী। ক্যাট ও সালমানের যুগলবন্দি জনপ্রিয়তাও অর্জন করেছিল আগের ছবিগুলোতে। ‘টাইগার ৩’ তেও সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
হলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর মার্ক জিজ্যাককে আনতে চলেছে যশরাজ ফিল্মস। এই ছবিকে দর্শকের কাছে নিখুঁতভাবে পরিবেশন করার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছেন না তারা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি – ‘টাইগার ৩’!