
গেল ঈদে বক্স অফিসে ঝড় তুলেছেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ জুটি। একসঙ্গে এই জুটি বাজিমাত করেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়। সিনেমাটি দেশ ও দেশের বাইরে একের পর এক রেকর্ড ভেঙে কিছুদিনের মধ্যে আসছে ওটিটি প্ল্যাটফরমেও। সেই রেশ না কাটতেই এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা। যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে। এ সিনেমাটিও প্রযোজনা করছেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান।
গত রোববার ফেসবুকে ঘোষণা দিয়ে পরিচালক লেখেন, গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছেন যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড। এর কয়েক ঘণ্টা পর ‘রাজকুমার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন তিনি।
আগামী ঈদে শাকিবের চমক – ‘রাজকুমার’। ‘প্রিয়তমা’র সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ ‘ত্রয়ী জুটি’র আখ্যা পেয়েছেন।