
বিশ্বজুড়ে গেমারদের কাছে জনপ্রিয় নাম ‘ই-স্পোর্টস’। বাংলাদেশেও এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। দেশের গেমিং খাতে এর বিশাল সম্ভাবনার কথা মাথায় রেখে ডিসকভারি ওয়ান লিমিটেড দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দেশের সবচেয়ে বড় ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ডি১ কাপ বাংলাদেশ ২০২৩ ’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের আসরে সারা দেশ থেকে তিন শতাধিক দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। পুরস্কার বিতরণীর পাশাপাশি এদিন আয়োজন করা হবে নানা বিনোদনমূলক অনুষ্ঠানও।
বাংলাদেশের গেমিং খাতে নতুন মাইলফলক তৈরির জন্য এ আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল বা এমএফএস কোম্পানি বিকাশ।