
কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে বড় আকারের তিনটি ইলিশ।
আজ মঙ্গলবার উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার জলিলেরদিয়ার কাছাকাছি নাফ নদীতে জেলে নজির আহমদের জালে বেলা তিনটার দিকে মাছ তিনটি ধরা পড়ে। এর একটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং অপর দুইটির ওজন ২ কেজি করে।
মাছ তিনটি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া বাসিন্দা ও বাসস্ট্যান্ডের মাছ ব্যবসায়ী আমির হোসেন ওই জেলের কাছ থেকে ৯ হাজার টাকায় কিনে নিয়ে এখন দাম হাঁকাচ্ছেন ১৬ হাজার টাকা।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন থেকে জানা যায়, গত এক সপ্তাহের মধ্যে নাফ নদী থেকে দুই ও আড়াই কেজি ওজনের আটটি রুপালি ইলিশ ধরা পড়েছে। নাফ নদীতে ছয় বছর ধরে মাছ ধরা বন্ধ থাকলেও জেলেরা জীবিকার তাগিদে চুরি করে মাছ ধরছেন। বর্তমানে নাফ নদী ইলিশ ও কোরাল মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবা পাচার ঠেকাতে ২০১৭ সালের এপ্রিলের শুরু থেকে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দেয় বিজিবি।