
সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ আগস্ট শুক্রবার বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা নিয়ে ‘গণমিছিল’। পরদিন ২৬ আগস্ট শনিবার দেশের সব মহানগরে ‘কালো পতাকা গণমিছিল’ করবে দলটি।
মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবৈধ, লুটেরা ও ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ; সংসদ বিলুপ্তিকরণ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।