
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি আজ বুধবার ২৩ আগস্ট।
মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই দিন ধার্য করেন। হাইকোর্টের নির্দেশে ঠিকানা সংশোধন করে তারেক রহমানের গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানো হয়। এ ছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়।
নোটিশ পাঠানোর বিষয়টি রিট আবেদনকারীর আইনজীবীরা মঙ্গলবার (২২ আগস্ট) আদালতকে জানালে এ বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়। তবে বিএনপির আইনজীবীরা আদালতে বলেন, গুলশানের ঠিকানা তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। আদালত তাদের এমন বক্তব্য আমলে নেয়নি।
এর আগে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক তারেক রহমানের বক্তব্য প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।