পাকিস্তানে ৯০০ ফুট উচ্চতায় ঝুলে থাকা ক্যাবল কারের সবাই উদ্ধার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় মাটি থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কার ছিঁড়ে ঝুলে থাকা আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলা অভিযানের পর তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছয় শিশু এবং দুই প্রাপ্তবয়স্ককে ২৭৫ মিটার ওপরে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ক্যাবল কারে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। এমন সময় একটি তার ছিঁড়ে গেলে ক্যাবল কারটি মাটি থেকে অন্তত ২৭৫ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলে পড়ে। তবে অনেকের দাবি, এটি ১০০০ থেকে ১২০০ ফুট ওপরে আছে।

পাকিস্তানের আপৎকালীন সার্ভিসের অফিসার বিলাল ফেইজি সংবাদমাধ্যমকে বলেন, ‘রেসকিউ অপারেশন সফলভাবে শেষ হয়েছে। শেষপর্যন্ত দুটি শিশুকে উদ্ধার করা যাচ্ছিল না, অবশেষে তাদেরও উদ্ধার করা গেছে।’

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ৯০০ ফুট উচ্চতায় ঝুলে থাকা ক্যাবল কারের সবাই উদ্ধার

আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় মাটি থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কার ছিঁড়ে ঝুলে থাকা আটজনের সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫ ঘণ্টা ধরে চলা অভিযানের পর তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ছয় শিশু এবং দুই প্রাপ্তবয়স্ককে ২৭৫ মিটার ওপরে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ক্যাবল কারে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। এমন সময় একটি তার ছিঁড়ে গেলে ক্যাবল কারটি মাটি থেকে অন্তত ২৭৫ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলে পড়ে। তবে অনেকের দাবি, এটি ১০০০ থেকে ১২০০ ফুট ওপরে আছে।

পাকিস্তানের আপৎকালীন সার্ভিসের অফিসার বিলাল ফেইজি সংবাদমাধ্যমকে বলেন, ‘রেসকিউ অপারেশন সফলভাবে শেষ হয়েছে। শেষপর্যন্ত দুটি শিশুকে উদ্ধার করা যাচ্ছিল না, অবশেষে তাদেরও উদ্ধার করা গেছে।’