যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ১৬৮২ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম মুন্সীকে (৪১) আটক করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় তাকে আটক করা হয়। র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি জসিমকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, আসামির নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি জসিমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। অবশেষে সে ধরা পড়লো। আসামি জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০২:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম মুন্সীকে (৪১) আটক করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় তাকে আটক করা হয়। র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি জসিমকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ থেকে জানা যায়, আসামির নামে শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২০১০ সালে একটি অপহরণ মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি জসিমের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। অবশেষে সে ধরা পড়লো। আসামি জসিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।