
ঢাকা তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে ট্রাক মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩২) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃত আল আমিন তার ট্রাকের হেলপার ছিলেন। তিনি ট্রাকেই থাকতেন। তার বাড়ি ভোলা জেলায়।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক মো. কবির হোসেন জানান, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ওয়েল্ডিংয়ের মাধ্যমে তার ট্রাক মেরামতের কাজ চলছিল। এ সময় আল আমিন ওয়েল্ডিং মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত ১০টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।