মধ্যরাতে বিকট শব্দে বিস্ফোরণ, যাত্রীবাহী চলন্ত বাস আগুনে পুড়ে ছাই

বরিশালের গৌরনদীতে হঠাৎ বিকট বিস্ফোরণে গ্রিনলাইন পরিবহনের এসি বাসটি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বাসের এসি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত। এই দুর্ঘটনায় পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল মোল্লা জানান, গ্রিনলাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে গৌরনদীর কটকস্থলে পৌঁছালে আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নামাতে পারেননি কোনো যাত্রী। হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে বিকট শব্দে বিস্ফোরণ, যাত্রীবাহী চলন্ত বাস আগুনে পুড়ে ছাই

আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বরিশালের গৌরনদীতে হঠাৎ বিকট বিস্ফোরণে গ্রিনলাইন পরিবহনের এসি বাসটি সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বাসের এসি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত। এই দুর্ঘটনায় পাঁচ জন যাত্রী আহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল মোল্লা জানান, গ্রিনলাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে গৌরনদীর কটকস্থলে পৌঁছালে আকস্মিক বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। বাসের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জীবন রক্ষায় হুড়োহুড়ি করে নেমে গেলেও মালামাল নামাতে পারেননি কোনো যাত্রী। হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন।