
এবার আর্জেন্টাইন তারকার অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবেন মেসি।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির বিশেষ টিকেটের দাম ঠেকেছে ২৫ লাখ টাকায় (২৩ হাজার ডলার)।
গেম টাইম ডটসিও ওয়েবসাইটের তথ্য বলছে, মায়ামি-রেড বুলস ম্যাচটি দেখতে সর্বনিম্ন ৩২৭ মার্কিন ডলার গুণতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকার বেশি। টিকেটের দাম নির্ধারিত হয় আসনের অবস্থানের ওপর।
ম্যাচের মাঠের কর্নার ফ্ল্যাগের কাছাকাছি থাকা বিশেষ। এটির দাম ১৭ হাজার ৪৩৮ মার্কিন ডলার, সঙ্গে ৬ হাজার ডলার কর মিলে মোট খরচ পড়বে ২৩ হাজার মার্কিন ডলারের (প্রায় সাড়ে ২৫ লাখ টাকা) বেশি।
প্রসঙ্গত, ইন্টার মায়ামিতে আটটি ম্যাচ খেলেছেন মেসি।