
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করতে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস।
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। এর আগেও বেশকয়েকবার বাংলাদেশে এসেছেন অঞ্জন দত্ত। সংগীতশিল্পী অঞ্জন দত্ত এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।
গত মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান করেছেন তিনি। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, ‘আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত।
তাঁর সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।’ আয়োজনটি নিয়ে আহমেদ হাসান সানি বলেন, ‘অঞ্জন দত্ত আমাদের একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তার গান দারুণভাবে প্রভাবিত করে আমাকে। সেই প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান করবো, ভাবতেই আনন্দ লাগছে।’