
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন ১০ জন এবং গুরুতর আহত হয়েছেন ২০ জন।
আজ শনিবার (২৬ আগস্ট) ভোরে ট্রেনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না-বান্না করছিল। সেখান থেকেই আগুন লেগে ছড়িয়ে পরে ট্রেনে। মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরো ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের পরিবারকে ১০ লক্ষ রূপি করে দেওয়া হবে বলে দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেল স্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। দক্ষিণ রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বি.গুগনেশন এক বিবৃতিতে বলেছেন, ট্রেনের যাত্রীরা তাদের কামরায় বেআইনিভাবে একটি গ্যাস সিলিন্ডার বহন করছিল। এর মাধ্যমেই আগুনের সূত্রপাত ঘটে।