
রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার তালা খুলে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স ৮ বছর।
আজ শনিবার ২৬ আগস্ট দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বাবুল হোসেন জানান, ভূতের গলির একটি বাসায় গৃহকর্মীর লাশ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। বাসার দরজা বন্ধ দেখে একজন তালা চাবি মিস্ত্রিকে ডেকে নতুন চাবি বানিয়ে তালা খুলে ঘরের ভেতরে ঢোকে পুলিশ। এ সময় খাটের ওপর শিশুটির লাশ দেখতে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ওই বাসার মালিক সাথী পারভীন। তিনি পলাতক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যার পর তিনি পালিয়েছেন।