
চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড় ধসের ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। নিহত মেয়েটির বয়স মাত্র সাত মাস।
আজ রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডাব্লিউ কলোনিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ সোহেল (৩৫) এবং তার শিশু সন্তান বিবি জান্নাত।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আই ডাব্লিউ কলোনির একটি বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে চারজন হতাহত হন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন বলে জানা গেছে।