জাতীয় কবির সমাধিতে পুষপস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ রোববার ২৭ আগস্ট নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আওয়ামী লীগ আর বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় তিনি জানান, দেশের সব অর্জনে অফুরান অনুপ্রেরণার উৎস নজরুল ইসলাম। তাই আজকের দিনে নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রিজভী বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রেরণা যোগান। দেশের এই দুঃসময় অতিক্রম করতে কাজী নজরুলই মানুষকে উদ্দীপ্ত করছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় কবির সমাধিতে পুষপস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ রোববার ২৭ আগস্ট নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আওয়ামী লীগ আর বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় তিনি জানান, দেশের সব অর্জনে অফুরান অনুপ্রেরণার উৎস নজরুল ইসলাম। তাই আজকের দিনে নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রিজভী বলেন, যেকোনো আন্দোলন-সংগ্রামে নজরুল ইসলাম প্রেরণা যোগান। দেশের এই দুঃসময় অতিক্রম করতে কাজী নজরুলই মানুষকে উদ্দীপ্ত করছে।