
রূপালী পর্দায় অভিষেক হতে চলেছে সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের। প্রথম সিনেমায় প্রযোজক হিসেবে পাচ্ছেন করণ জোহরকে। সঙ্গে থাকছেন বাবার নায়িকা কাজল। হ্যাঁ, বাবা সাইফের বিপরীতে অভিনয় করা নায়িকা কাজলের সাথে পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এদিকে গুঞ্জন রটেছে, এবার সাইফ আলী’র ছেলে ইব্রাহিমের প্রথম ছবিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজল। তবে ইব্রাহিমের প্রথম ছবি নাকি রোম্যান্টিক ঘরানার নয়। ছবিতে নায়িকাও নেই। শুধু কাজল কে দেখা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি কাজল।
জানা গেছে, ‘সরজমিন’ নামের ছবিতে হাজির হবেন ইব্রাহিম ও কাজল। মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে তৈরি হয়েছে এর গল্প। ছবিটি পরিচালনায় রয়েছেন বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি। এক বছর ধরে এ ছবির প্রস্তুতি নিচ্ছেন ইব্রাহিম।