
নারায়নগঞ্জের শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে গতকাল রবিবার ২ জন শিশু নিখোঁজ হয়। সোমবার ২৮ আগস্ট শীতলক্ষ্যায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত দুইজন ইসমাঈল (৮) বন্দর বাজার উইলসন রোড এলাকার মাঝি আলাউদ্দিন মিয়ার ছেলে ও বিল্লাল হোসেন (৭) একই এলাকার রাজমিস্ত্রীর সহকারী আবুল হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহীদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই শিশু রোববার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়। এরপর স্থানীয়রা তাদের নদীর তীরে খেলা করতে ও গোসল করতে দেখেন। পরে তারা বাসায় ফিরে না আসায় স্বজনরা এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে রাত পর্যন্ত নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান মেলেনি।
সোমবার সকালে এক শিশুর মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা নৌপুলিশে খবর দেন। তিনি আরও বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আমরা এক শিশুর মরদেহ উদ্ধার করে নিখোঁজ অপর শিশুর সন্ধানের বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানাই। তাদের ডুবুরি দল এসে পরে অপর শিশুর মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এলে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।