মাদ্রাসার ছাত্র হত্যায় অভিযুক্ত শিক্ষক আটক

খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানার ছাত্র আব্দুর রহমান আবির হত্যায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের চাঁদগাও থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় নির্যাতনকারী শিক্ষককে আটক করে খাগড়াছড়ি থানার একটি টিম।

খাগড়াছড়ি থানার ওসি আরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এসআই মামুন ও এসআই ঝন্টুর নেতৃত্বে খাগড়াছড়ি থানার একটি টিম চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ঘাতক শিক্ষক মো. আমিনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, সোমবার সকালে নিহত আবিরের বাবা সরোয়ার হোসেন খাগড়াছড়ি সদর থানায় হাফেজ মো. আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর আগে, রবিবার বিকালে বায়তুল আমান মাদ্রাসায় শিশু আবিরকে মারধর করেন মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম। পরে সে অসুস্থ হয়ে পড়লে রাতে সাড়ে ১০টার দিকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যান অভিযুক্ত হাফেজ মো. আমিন ইসলাম।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার ছাত্র হত্যায় অভিযুক্ত শিক্ষক আটক

আপডেট সময় : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসার হেফজখানার ছাত্র আব্দুর রহমান আবির হত্যায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রামের চাঁদগাও থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় নির্যাতনকারী শিক্ষককে আটক করে খাগড়াছড়ি থানার একটি টিম।

খাগড়াছড়ি থানার ওসি আরিফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এসআই মামুন ও এসআই ঝন্টুর নেতৃত্বে খাগড়াছড়ি থানার একটি টিম চট্টগ্রামের চাঁদগাও এলাকায় অভিযান চালিয়ে ঘাতক শিক্ষক মো. আমিনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, সোমবার সকালে নিহত আবিরের বাবা সরোয়ার হোসেন খাগড়াছড়ি সদর থানায় হাফেজ মো. আমিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর আগে, রবিবার বিকালে বায়তুল আমান মাদ্রাসায় শিশু আবিরকে মারধর করেন মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম। পরে সে অসুস্থ হয়ে পড়লে রাতে সাড়ে ১০টার দিকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যান অভিযুক্ত হাফেজ মো. আমিন ইসলাম।