মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চায়ের দোকানে আড্ডার সময় এক যুবলীগ কর্মীর উপর হামলা চালানো হয়। এই হামলায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ওই যুবলীগ কর্মীকে।

গতকাল সোমবার ২৮ আগস্ট রাত ৯টার দিকে পৌর শহরের আটানি বাজারে আসাদুজ্জামানকে কুপিয়ে গুরুত্বর জখম করে দুর্বত্তরা। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম আসাদুজ্জামান আসাদ (৩২)। তিনি মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম শামসুল হক। তিনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের কর্মী ছিলেন। আজ মঙ্গলবার ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন মুক্তাগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মুক্তাগাছা পৌর শহরের আটানি বাজার এলাকায় একটি চা–দোকানে বসে চান পান করছিলেন আসাদ্দুজ্জামান ও তাঁর বন্ধু নাহিদ। এ সময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে আসাদুজ্জানকে একটি নর্দমায় ফেলে রেখে চলে যায় দুবৃর্ত্তরা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আসাদুজ্জামান ও নাহিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসাদুজ্জামান।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তাগাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চায়ের দোকানে আড্ডার সময় এক যুবলীগ কর্মীর উপর হামলা চালানো হয়। এই হামলায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ওই যুবলীগ কর্মীকে।

গতকাল সোমবার ২৮ আগস্ট রাত ৯টার দিকে পৌর শহরের আটানি বাজারে আসাদুজ্জামানকে কুপিয়ে গুরুত্বর জখম করে দুর্বত্তরা। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যুবকের নাম আসাদুজ্জামান আসাদ (৩২)। তিনি মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম শামসুল হক। তিনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের কর্মী ছিলেন। আজ মঙ্গলবার ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন মুক্তাগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে মুক্তাগাছা পৌর শহরের আটানি বাজার এলাকায় একটি চা–দোকানে বসে চান পান করছিলেন আসাদ্দুজ্জামান ও তাঁর বন্ধু নাহিদ। এ সময় ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে আসাদুজ্জানকে একটি নর্দমায় ফেলে রেখে চলে যায় দুবৃর্ত্তরা। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আসাদুজ্জামান ও নাহিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসাদুজ্জামান।