আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আদেশ অমান্য করে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন তারা।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির আইনজীবীরা মিছিল করেন। এদিকে বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ নিষিদ্ধের ১৮ বছর আগের রায় কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আজ (বুধবার) থেকে দেশের সব আদালতে সভা-সমাবেশ, জমায়েত করলে তা অবমাননার দায়ে অভিযুক্ত হতে হবে। কোনো আদালতে রাজনৈতিক কর্মসূচি পালন করলে তা অবমাননা হবে। মিছিল করলে এজলাসে দাঁড়াতে পারবেন না সেই আইনজীবী। এরই প্রতিবাদে আদালত প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেন বিএনপির আইনজীবীরা।

উল্লেখ্য, বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

আপডেট সময় : ০৩:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আদেশ অমান্য করে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন তারা।

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির আইনজীবীরা মিছিল করেন। এদিকে বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ নিষিদ্ধের ১৮ বছর আগের রায় কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আজ (বুধবার) থেকে দেশের সব আদালতে সভা-সমাবেশ, জমায়েত করলে তা অবমাননার দায়ে অভিযুক্ত হতে হবে। কোনো আদালতে রাজনৈতিক কর্মসূচি পালন করলে তা অবমাননা হবে। মিছিল করলে এজলাসে দাঁড়াতে পারবেন না সেই আইনজীবী। এরই প্রতিবাদে আদালত প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেন বিএনপির আইনজীবীরা।

উল্লেখ্য, বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ।