সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছেন জায়েদ খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৬৮৭ বার পড়া হয়েছে

জায়েদ খানের নতুন নায়িকা কলকাতার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার ৩০ আগস্ট সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সায়ন্তিকার সঙ্গে দেখা মিললো জায়েদ খানের। এদিকে জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়ন্তিকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ছায়াবাজ’।

‘ছায়াবাজ’ পরিচালনা করছেন তাজু কামরুল। কয়েক দিন আগেই সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশ হলে বিষয়টি নাকচ করে দেন অভিনেতা।

জায়েদ খান বলেন, ‘দুদিন আগে আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সে কারণে আগের খবরের সময় আমাকে অস্কীকার করতে হয়েছিল ব্যাপারটি। চুক্তিবদ্ধ হওয়ার আগে তো বলতে পারি না, সে আমার নায়িকা হচ্ছে। চুক্তি হওয়ার পর নতুন স্টাইলে চুল কেটেছি। আজই কক্সবাজারে শুটিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হব আমরা।’

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন, তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের সঙ্গে অভিনয় করতে।

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছেন জায়েদ খান

আপডেট সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

জায়েদ খানের নতুন নায়িকা কলকাতার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার ৩০ আগস্ট সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সায়ন্তিকার সঙ্গে দেখা মিললো জায়েদ খানের। এদিকে জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়ন্তিকার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ছায়াবাজ’।

‘ছায়াবাজ’ পরিচালনা করছেন তাজু কামরুল। কয়েক দিন আগেই সায়ন্তিকাকে নিয়ে জায়েদ খানের সিনেমার খবর প্রকাশ হলে বিষয়টি নাকচ করে দেন অভিনেতা।

জায়েদ খান বলেন, ‘দুদিন আগে আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সে কারণে আগের খবরের সময় আমাকে অস্কীকার করতে হয়েছিল ব্যাপারটি। চুক্তিবদ্ধ হওয়ার আগে তো বলতে পারি না, সে আমার নায়িকা হচ্ছে। চুক্তি হওয়ার পর নতুন স্টাইলে চুল কেটেছি। আজই কক্সবাজারে শুটিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হব আমরা।’

সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন সায়ন্তিকা। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের স্বাদ নিচ্ছেন, তখন সায়ন্তিকা এলেন ঢাকাই ছবির আরেক খানের সঙ্গে অভিনয় করতে।