
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ শহরের বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে।
শহরটির গভর্নর জানিয়েছেন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ইল্যুশিন এল-৭৬ পরিবহন বিমানে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে।
আজ বুধবার ৩০ আগস্ট স্থানীয় সময় সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে। পেসকভ শহরটি ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটার দূরে আর এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। পেসকভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদের্নিকভ টেলিগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘’পেসকভ বিমানবন্দরের ওপর চালানো একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।‘’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে। লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী শহরটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভেতরে একের পর এক বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চলছে।