
খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাঁড়ি আন্তঃনগর এক্সপ্রেসের একটি বগির স্প্রিং ও পাতি ভেঙে পড়ে শিরোমণি এলাকায় ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শিরোমণির মোল্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ক্ষতিগ্রস্ত বগি মেরামত করে রাত পৌনে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করে।
খুলনা রেলস্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, উদ্ধার কার্যক্রম শেষে রাত পৌনে ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।