
আধুনিক সময়ে সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে প্রিয় ব্যান্ড তারকা জেমসের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাউল বেশে বসে আছেন জেমস। আর সেই ছবিটি ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রায় সবার ফেসবুক ওয়ালেই ঘুরে বেড়াচ্ছে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও বিখ্যাত ব্যক্তিদের ছবি তৈরি করা হচ্ছে। যা সামাজিকমাধ্যমে প্রকাশ করা মাত্রই ভাইরাল হয়েছে।
কিছুদিন আগেই ভাইরাল হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর একটি ছবি। ছবিটি তৈরি করেছিলেন রাজিব জাহান ফেরদৌস নামের একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। আর এবার ভাইরাল হলো জেমসের এআই লুক। গায়কের এআই ছবিটি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।
অভিষেক জানিয়েছেন, মূলত ব্যক্তিগতভাবে যেসব শিল্পীদের গান শুনতে পছন্দ করেন, সেখান থেকে প্রিয় কয়েকজন শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জেমস বৃদ্ধ হয়েছে, বাউল বেশে বসে আছেন।
এদিকে, নগর বাউল খ্যাত জেমসের এআই লুকের ছবিটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্তমহলে।