
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছবি মুক্তির ঠিক এক সপ্তাহের মাথায় মুক্তি পেল ‘জওয়ান’-এর ট্রেলার।
প্রায় ২ মিনিট ৪৫ সেকেন্ডের পুরো ট্রেলার জুড়ে ছিল টানটান উত্তেজনা। খান সাহেবকে ট্রেলারে রোমান্স করতেও দেখা গেছে নয়ন তারা ও দীপিকার সাথে, আবার কখনও বন্দুক হাতে নিয়ে ‘জওয়ান’-এর ভূমিকায় দেশের জন্য জান-প্রাণ দিয়ে লড়তেও দেখা গেছে শাহরুখ খান কে। তবে ট্রেলারের পর এখন স্পষ্ট যে এই মুভিতে আবারও দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন বলিউড বাদশাহ !
ট্রেলারে নজর কেড়েছেন আরেক সুপারস্টার নয়নতারা। এই সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে । অন্যদিকে, একাধিক অবতারে তাক লাগালেন বিজয় সেতুপতি এছাড়াও অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা । বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোণকেও । পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। এটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ।
বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে “জওয়ান”!