
২০২৩ এর আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে খুবই ধীর গতিতে। আগস্ট মাসের ২৫ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা ( প্রতি ডলার ১০৯.৫০ টাকা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৬৫ কোটি ডলার বা ১.৬৫ বিলিয়ন ডলারের আসবে। এই হার গত জুলাই মাসে যে রেমিট্যান্স এসেছে তার চেয়ে কম। ১৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিলো জুলাই মাসে। এই সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৪০ হাজার ডলার।
গত বছরের আগস্ট মাসের ২৫ দিনে গড়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭৪ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। আর চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ডলার।