
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়। এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। উৎসবের ২৮তম আসরে দ্বিতীয়বারের জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র।
নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ (দ্য রেসলার) ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। ইকবাল হোসাইনের ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন।
অন্যদিকে ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। এদিকে ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে নিজেদের জীবনের বেশকিছু অংশের গল্প সিনেমার আদলে তুলে ধরার চেষ্টা করেছেন ফারুকী-তিশা দম্পতি। সিনেমার গল্প একজন খ্যাতিমান নির্মাতা ও জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে, সংসার, সন্তান নেয়া এবং এর পরের স্ট্রাগলসহ নানা দিক নিয়ে। আর এ সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো অভিনয় করছেন নির্মাতা ফারুকী।
জানা গেছে, এবারের ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে।
২৮তম এ আসরটি শুরু হবে অক্টোবরের ০৪ তারখি থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।