
কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় প্রাণ হারিয়েছে দুইজন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার ও খোরশেদ আলম। আহতরা হলেন খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালগাও গ্রামের বাবুল ও ছাত্তারের পরিবারে মধ্যে জমিজমা নিয়ে প্রায় চার বছর ধরে মামলা চলে আসছে। এরই জেরে আজ দুপুরে সাত্তার তার ভাড়াটে লোকজন নিয়ে একটি জমিতে জোরপূর্বক হালচাষ করতে যায়। এসময় বাবুল অন্য এক মামলায় জেলে থাকায় তার ভাতিজা খোরশেদ তাতে বাধা দিলে সংঘর্ষ বাধে দুই পক্ষের।এসময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করে এতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ।
এ ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে তাকে এলোপাতাড়ি মারধর করলে সাত্তার ঘটনাস্থলেই মারা যান। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। তারই জেরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হন। খোরশেদ কুমেকে ও সাত্তার ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।