
আজ ১ লা সেপ্টেম্বর কেন্দুয়ার ৮নং বলাইশিমুল ইউনিয়ন বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশী বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বি এন পি নেতা, জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি বলেন বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্হানীয় প্রশাসনের কোন অনুমতি না পেয়ে আমার নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানেও পুলিশ হানা দিয়ে উপস্হিত শত শত নেতাকর্মীদেরকে বাড়ির প্রবেশ মূখে ঢুকতে বাঁধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমার বাড়ি অবরুদ্ধ করে রাখে। এতো পুলিশী তান্ডবের মধ্যেও নির্ধারিত সময়ের পূর্বেই প্রোগ্রাম শুরু করি এবং সংক্ষিপ্তভাবে শেষ করি।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি , জিয়া পরিষদের সহকারী মহাসচীব ও বি এন পি নেতা এম নাজমুল হাসান। আলোচনা সভার শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।