
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হচ্ছে শনিবার। রাজধানীর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরেবাংলা নগররের পুরাতন আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে এ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
ওই সমাবেশে ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা হতে ব্যাপক লোকসমাগম হবে। তাদের গাড়ির যাওয়া-আসা সুষ্ঠু পার্কিং নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ বিশেষ ট্রাফিক পরিকল্পনা করেছে।