
কোরিয়ানদের মতো চকচকে ত্বক কে না চায়? ত্বকের জেল্লা ও সৌন্দর্য বৃদ্ধির জন্যে নিয়মিত যত্নের কোনো বিকল্প নেই। ফেস ক্লিনজিং করার পাশাপাশি সঠিক প্রোডাক্টও ত্বকের যত্নে ব্যবহার করা জরুরি। আজকাল কাচের মতো চকচকে ত্বক পেতে কতো খরচাই না করছে মানুষ। কিন্তু আপনি চাইলে বাড়তি খরচ ছাড়াই ঘরোয়া উপায়ে চকচকে ত্বক পেতে পারেন।
তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে চকচকে ত্বক পাওয়ার উপায়সমূহ-
১. একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। এর সঙ্গে ১ চামচ টক দই এবং পরিমাণ মতো গোলাপ জল মেশান। প্রতিটি উপকরণ ভালো করে মেশালেই তৈরি হয়ে যাবে আপনার ক্লিনজার। এবার এই ক্লিনজারটি আপনার মুখে লাগিয়ে ধীরে ধীরে স্ক্রাব করুন এবং তারপরে ১০ মিনিট অপেক্ষা করে মুখ পরিষ্কার করে ফেলুন।
২. একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিন। এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে তৈরি করে নিন আপনার ফেসিয়াল ক্লিনজার। মুখ ভালো করে পরিষ্কার করে এই ফেসিয়াল ক্লিনজার মুখে লাগিয়ে নিন এবং ফেস মাসাজ করুন। ১০ মিনিট পরে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এই ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করতে পারেন। ফেস ক্লিনজিং করার পরে অবশ্যই টোনার এবং ময়শ্চারাইজার লাগান।
সংবেদনশীল ত্বকে এবং ত্বকের কোনও চিকিৎসা চললে এই ফেসিয়াল ক্লিনজার লাগানোর আগে চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া জরুরি।