
‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে তৈরি বলিউডের ভাইজান সালমান খান।
তুরুপের তাস এবার ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন নিবেদন পরিচালক মণীশ শর্মার এই ছবি।
ভারতীয় গুপ্তচর অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু-বার পর্দা কাঁপিয়েছেন সালমান খান। এরই মধ্যে হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন এই সুপারস্টার। সঙ্গী হিসেবে বরাবরের মতই আছেন পাক গুপ্তচর – আইএসআই এজেন্ট জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ।
আসন্ন দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই ছবি, শনিবার প্রকাশ্যে এল ‘টাইগার ৩’ এর পোস্টার। শাহরুখ খানের ‘জওয়ান’-এর সঙ্গে হলে মুক্তি পাবে টাইগার ৩-র টিজার। তার আগেই টাইগার ৩ নিয়ে উত্তেজনার পারদ বাড়িয়ে দিলেন নির্মাতারা। ছবির প্রেক্ষাপট কেমন হবে, তার আগাম ঘোষণাও সেরে ফেলেছে যশ রাজ ফিল্মস।
এদিকে ইংরাজি, হিন্দি, তামিল ও তেলেগু- মোট চারটি ভাষায় টাইগার ৩’র পোস্টার শেয়ার করেন সালমান খান। লেখেন- ‘আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে।’
পোস্টারে টাইগার-জোয়ার চোখে ধরা পড়ল প্রতিশোধের আগুন। হাতে বন্দুক, গলায় টাইগারের পরিচিত স্কার্ফ, যেন যুদ্ধভূমিতে দাঁড়িয়ে রয়েছেন সালমান -ক্যাটরিনা।
এক থা টাইগার বক্স অফিসে চমক দেখিয়েছিল ২০১২ তে। সেই শুরু যশ রাজের স্পাই ইউনিভার্সের। এরপর টাইগার জিন্দা হ্যায় নিয়ে ফেরেন সালমান। ব্লকবাস্টার হিট সেই ছবির তৃতীয় কিস্তি টাইগার ৩। এবারও বদলে হয়েছে সিনেমার পরিচালক। ব্যান্ড বাজা বারাত, ফ্যান খ্যাত মণীশ শর্মা রয়েছেন টাইগার ৩ পরিচালনার দায়িত্বে। এই ছবিতে থাকছেন ইমরান হাশমি, রেভতি, রণবীর শোরে, ঋদ্ধি ডোগরা, বিশাল জেঠওয়ারা। তবে সবচেয়ে বেশি চর্চায় শাহরুখের ক্যামিও অ্যাপিয়ারেন্স।