
১৭ বছর পর চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট সার্ভিস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
জানা গেছে, সপ্তাহে আসা- যাওয়ার মোট ছয়টি ফ্লাইট চলবে এই রুটে। নতুন ফ্লাইট চালুর ফলে যাত্রাপথে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যের নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও আকাশপথে সরাসরি যোগাযোগ থাকলেও ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এবার দীর্ঘ ১৭ বছর আবার সরাসরি ফ্লাইট চালুর ফলে দুই দেশের সম্পর্ক ও যোগাযোগ নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।