
চলছে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। উড়ন্ত শুরুর পর নাঈম-হৃদয়ের বিদায়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা। তবে হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।
জায়গা পরিবর্তন করে ওপেনিংয়ে এসে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। তার পথ ধরে ফিফটি তুলে নিয়েছেন শান্ত।