
স্ত্রী সুমিকে হত্যার অভিযোগে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমান গ্রেপ্তার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেন অর্ক। কিন্তু অর্কের ব্যক্তিগত সহকারী বর্ষার বিশ্বাস, অর্ক খুন করেননি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হন অর্কের বাল্যবন্ধু ডিবি কর্মকর্তা এডিসি সাইফ হাসানের। ঘটনা মোড় নেয় নতুন দিকে। এমন গল্প নিয়ে পারিবারিক থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছে গত মঙ্গলবার।
নাজিম উদ দৌলার চিত্রনাট্যে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ আলী। এতে অভিনয় করেছেন রোশান, নিপুণ আক্তার, ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান ও প্রিয়ন্তী উর্বী।