চার ভরি সোনা চুরি

রাজধানীতে যাত্রীর চার ভরি সোনা চুরির অভিযোগে এক রিকশাচালক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মাগুরা জেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা সোনা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুই যাত্রীকে কল্যাণপুর ৫ নম্বর সড়ক থেকে বাসস্ট্যান্ডে নামিয়ে দেন রিকশাচালক মানিক। যাত্রীরা নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় ফেলে যান। এই সুযোগে মানিক লাগেজ নিয়ে পালিয়ে যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, রিকশাচালকের নাম মো. মানিক মোল্যা (৪০) ও তাঁর ভাই মো. ইবাদত মোল্যা। মানিক সোনা নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি মাগুরা চলে যান। বাড়িতে গিয়ে ওই সোনা থেকে কিছু অংশ স্ত্রীকে উপহার দেন। চুরি করা সোনা শাশুড়িকে উপহার দিতে তিনি শ্বশুরবাড়ি যান। পুলিশ তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। এই কাজে সহযোগিতা করেন তাঁর ভাই ইবাদত। এ জন্য ইবাদতকেও কিছু সোনা দেন তিনি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার ভরি সোনা চুরি

আপডেট সময় : ১২:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীতে যাত্রীর চার ভরি সোনা চুরির অভিযোগে এক রিকশাচালক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মাগুরা জেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি করা সোনা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুই যাত্রীকে কল্যাণপুর ৫ নম্বর সড়ক থেকে বাসস্ট্যান্ডে নামিয়ে দেন রিকশাচালক মানিক। যাত্রীরা নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় ফেলে যান। এই সুযোগে মানিক লাগেজ নিয়ে পালিয়ে যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, রিকশাচালকের নাম মো. মানিক মোল্যা (৪০) ও তাঁর ভাই মো. ইবাদত মোল্যা। মানিক সোনা নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি মাগুরা চলে যান। বাড়িতে গিয়ে ওই সোনা থেকে কিছু অংশ স্ত্রীকে উপহার দেন। চুরি করা সোনা শাশুড়িকে উপহার দিতে তিনি শ্বশুরবাড়ি যান। পুলিশ তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। এই কাজে সহযোগিতা করেন তাঁর ভাই ইবাদত। এ জন্য ইবাদতকেও কিছু সোনা দেন তিনি।