
দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ গত ঈদুল আজহায় (২৯ জুন) মুক্তি পাওয়ার কথা ছিলো। এজন্য প্রচারণাও শুরু করেন অভিনয়শিল্পীরা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তির তারিখ।
সোশ্যাল মিডিয়ায় ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল পেজে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদের অন্য সিনেমাগুলোর সুবিধার্থে এবং সিনেমাহলে ঈদ ছাড়াও দর্শক উপস্থিতি তৈরি করতে পেছানো হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে ৮ সেপ্টেম্বর দিনটিকে মুক্তির নতুন তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়। কিন্তু সেই সিদ্ধান্তও পাল্টাতে হলো।
বহুল প্রতীক্ষিত ও আলোচিত ভারতীয় সিনেমা ‘জওয়ান’ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। বাংলাদেশে ৮ সেপ্টেম্বর থেকে এর প্রদর্শনী চলবে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাওয়ায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তির তারিখ আবার পেছাতে বাধ্য হলো নির্মাতা ও সংশিষ্টরা। তাই এবার এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শেষ পর্যন্ত এই তারিখও ঠিক থাকে কিনা তা সময়ই বলে দেবে।
‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সম্ভাবনাময়ী অভিনেতা সিয়াম আহমেদ। ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন বিদ্যা সিনহা মিম। প্রিয়ম চরিত্রে থাকছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আরো অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
‘অন্তর্জাল’ গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপংকর দীপন।