
বর্তমান চিকিৎসা বিজ্ঞান চলে “জার্ম থিওরি” তে৷ যেমন কারো জ্বর, কাশি, সর্দির জন্য আগে “ঠান্ডা লাগা” বা পানির সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হত। এখন চিকিৎসাবিজ্ঞান বলে, না এর জন্য দায়ী কোন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া।
শরীরে যখন কোন ভাইরাস/ব্যাকটেরিয়া নিজের জায়গা করে নিবে তখনই রোগের উদ্ভব হবে৷ সে কতটা জায়গা করে নিতে পারছে, আল্লাহ তাকে কতটুকু এলাও করছে তার উপর রোগের তীব্রতা নির্ভর করে।
তাহলে পানি ধরলে কেন সর্দি, হাচি?
এর নাম কোল্ড এলার্জি। আমরা ধুলাবালি ও খাবারের এলার্জি নিয়ে যতটা জানি কোল্ড এলার্জি নিয়ে ঠিক ততটাই কম ধারণা আমাদের। শীতের সকালের ঠান্ডা এক পশলা বাতাসও হঠাৎ সর্দি হাচির উদ্ভব করে তাই কিংবা ফজরের ঠান্ডা বাতাসে গরম পানি দিয়ে ওজুর পরও সর্দি হয়ে যায় এই কোল্ড এলার্জির জন্য।
বহুল প্রচলিত একটা কথা হল যেসব বাচ্চাদের জন্মের পরই নিউমোনিয়া হয় তাদের মায়ের পেট থেকে বাচ্চার ঠান্ডা লেগে গেছে।
ডাঃ নুসরাত জাহান প্রমা
প্রিনাটাল ইন্সট্রাকটর, রৌদ্রময়ী স্কুল