
নিউইয়র্কে ভ্যাকেশন মোডে পরিবারকে সময় দিচ্ছেন আলিয়া ভাট। অভিনেত্রীর সঙ্গে আছেন সঙ্গে রণবীর কাপুর ও কন্যা রাহা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া এবং সেই সঙ্গে রণবীর কাপুরের নতুন হেয়ার স্টাইল বেশ আলোচনায় এসেছে। এবার স্পোর্টিং হেয়ার স্টাইলে নজর কেড়েছেন রণবীর কাপুর। রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে ছবি। এতে রণবীর, আলিয়া ও রাহাকে এক টেবিলে দেখা গেছে। নতুন হেয়ারস্টাইলে রণবীর স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। আলিয়া ও রাহাও রণবীরের সঙ্গে ছিলেন। কালো পোশাক পরেছিলেন আলিয়াও।
ইনস্টাগ্রামে শেয়ার করা অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের সঙ্গে সেলফি তুলছেন তার এক ভক্ত। রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই বছরটা বেশ ভালোই কেটেছে।
রণবীরের রোমান্টিক-কমেডি ড্রামা ‘তু ঝুঁটি ম্যায় মক্কার’ ভালো ব্যবসা করেছে। তবে সন্দীপ ভাঙ্গা রেড্ডির ‘অ্যানিম্যাল’ ছবিতে নিজের ক্যারিশমা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, আলিয়া ভাটও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন। সবমিলিয়ে বিন্দাস ছুটি কাটাচ্ছেন তারা।