
বাংলাদেশকে এবার ২০ হাজার ডেঙ্গু শনাক্তের কিট উপহার দিলো চীন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর কাছে এগুলো হস্তান্তর করেন চীনা প্রতিনিধি। এই উপহারের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতসহ এ দেশের উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করছি আমি। পুরো বিশ্ব এক হয়ে কাজ করতে চাই। এবার ডেঙ্গু অতিমাত্রায়। চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সরকার। চিকিৎসা সরঞ্জামের কোনো অভাব নেই। মশা না কমলে ডেঙ্গু কমবে না, আর ডেঙ্গু না কমলে মৃত্যুও কমবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ঢাকায় কমলেও ঢাকার বাইরে ডেঙ্গু কমেনি। অন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত রোগীদের বাসায় বসিয়ে চিকিৎসা না দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।
এছাড়াও মশা মারতে ওষুধ ছেটানো হচ্ছে তা যেন কার্যকর হয়, আর মশা মারার ওষুধও যেন মানসম্মত হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।