ওরস্যালাইন কোম্পানীকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৩৬ বার পড়া হয়েছে

ছবি: বাংলাপ্রেস।

বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন নায়ক শাকিব খান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন মাসেই শেষ হয়েছে। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের চুক্তি হলেও সে মেয়াদ অতিক্রম করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার অব্যাহত আছে। মেয়াদ শেষ হলেও নতুন চুক্তি না করে এখন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে জানানো হয়েছে লিগ্যাল নোটিশে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওরস্যালাইন কোম্পানীকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন নায়ক শাকিব খান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন মাসেই শেষ হয়েছে। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের চুক্তি হলেও সে মেয়াদ অতিক্রম করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রচার অব্যাহত আছে। মেয়াদ শেষ হলেও নতুন চুক্তি না করে এখন পর্যন্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে জানানো হয়েছে লিগ্যাল নোটিশে।